যিনা কি?
●●●যিনা কি?●●●
আবূ হুরায়রা সুত্রে রসূল (সাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আদম সন্তানের উপর যিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে প্রাপ্ত
হবে। দু-চোখের যিনা হল (নিষিদ্ধ যৌনতার প্রতি)
দৃষ্টিপাত করা, দু’কানের যিনা হল শ্রবণ করা, রসনার যিনা হল কথোপকথন করা, হাতের যিনা হল স্পর্শ
করা, পায়ের যিনা হল হেঁটে যাওযা, অন্তরের যিনা হচ্ছে আকাংখা ও কামনা করা। আর যৌনাঙ্গ অবশেষে তা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে।
— সহীহ বুখারী, ৮:৭৭:৬০৯ (ইংরেজি),সহীহ মুসলিম, ৩৩:৬৪২১)
“তোমরা জিনার ধারে কাছেও
যেয়ো না: কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়।”
— কুরআন, সূরা ১৭ (আল-ইসরা/বনি ইস্রাঈল), আয়াত ৩২(১৫)
●●●শাস্তি কি●●●
◇◇একবার ভাবুন তো বিষয়টা◇◇
রসুল(সাঃ) বলেছেন যে "যিনাকারী নারী-পুরুষ কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থাই আগুনে
জ্বলতে থাকবে" -- (মুসলিম হা/ ৪৬২১)
"ব্যভিচারের দায়ে অভিযুক্ত
পুরুষ ও নারী যারা,- তাদের প্রত্যেককে একশত
বেত্রাঘাত প্রদান কর: তাদের বিষয়ে করুণা যেন তোমাদেরকে দুর্বল না করে, এমন একটি বিষয়ে যা আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে, যদি তোমরা আল্লাহ এবং মহাপ্রলয় দিবসের উপর বিশ্বাস রাখো: এবং
বিশ্বাসীদের একদলকে তাদের শাস্তির সাক্ষী করে রাখো।"
— কুরআন, সূরা ২৪ (আন-নুর), আয়াত ২(১৭)
'উবাদা বিন আস-সামিত
বর্ণনা করেন: আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি: আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ কর। আল্লাহ সেসব মহিলাদের জন্য আদেশ জারি করেছেন। যখন একজন অবিবাহিত পুরুষ একজন অবিবাহিত নারীর সাথে ব্যভিচার করে, তাদেরকে একশত বেত্রাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন পেতে হবে। আর বিবাহিত পুরুষের সাথে বিবাহিত নারীর ব্যভিচারের ক্ষেত্রে, তাদেরকে একশত বেত্রাঘাত এবং পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড প্রদান
করতে হবে।
— (সহীহ মুসলিম, ১৭:৪১৯১)
"""সময় আছে তৌবা করে ফিরে
আসুন"""
.....Written By
Quranerkotha
আরও পড়ুন
সহোবাস জনিত ১৮টিগুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর ! যা প্রতিটি বিবাহীত নারী পুরুষেরজানা একাত্ম প্রয়জন। আল কুরআন ও সাহিহ হাদিসের আলোকে লিখিত। বিষয় গুলি অধিকাংশ মানুষ জানে না। আর না জানার কারনে সহবাসের পুরো আনান্দউপভোগ করতে পারে না।
আপনি কি জীবনে অনেক পাপ কাজ করেছেন -:-ভাবছেন এখন আমার কি হবে? -:--:-আপনি কি ইসলামের পথে ফিরে আসতে চান? -:-চিন্তা নেই পড়ুন